Kunal Ghosh : রুজিরা, মেনকাকে ইডি-র তলব, ক্ষোভ কুণালের

কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করার খবর আসার পর পরই কেন্দ্রীয় সরকারকে দুষলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বুধবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সমন করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে।

মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল বলেন, ‘‘যেখানে বিজেপি লড়াই করতে পারছে না, সেখানে তারা কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে। বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’’ এই সঙ্গে অভিষেকের পিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে লাগানোর বিরুদ্ধে একযোগে সক্রিয় হওয়ার জন্য।