নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): এপ্রিল মাসে ভারত সফরে আসতে পারছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। কোভিডে আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে গেল ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর। এপ্রিল মাসের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত ভারত সফরে আসার কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর। কিন্তু, সোমবারই জানা যায় তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। তাই স্থগিত করে দেওয়া হয়েছে নাফতালির ভারত সফর। মঙ্গলবার ইজরায়েল দূতাবাসের মুখপাত্র মুহামেদ হেইব জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ভারত সফর স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাতের পরই বেনেটের করোনা-আক্রান্তের খবর সামনে আসে। সোমবার নাফতালির কার্যালয় থেকে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ মতো নিভৃতবাসে রয়েছেন প্রধানমন্ত্রী। বেনেট করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন ভালো বোধ করছেন। বাড়িতে আইসোলেশনে থেকেই অফিসের কাজ করছেন তিনি। বেনেট করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন এবং ইতিমধ্যেই টিকার একটি বুস্টার ডোজও নিয়েছেন।

