দলীয় স্বার্থে সিবিআই-এর মতো এজেন্সিকে ব্যবহার করছে মোদী সরকার : দোলা সেন

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কেও নিশানা করেছেন দোলা। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, দলীয় স্বার্থে ও বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-এর মতো এজেন্সিকে ব্যবহার করছে। দোলা সেন আরও বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে, সমস্যা আরও বাড়ানোর জন্য তাঁরা সমস্ত অ-বিজেপি শাসিত রাজ্যে একজন পক্ষপাতমূলক রাজ্যপালকে পাঠিয়েছে। এটা অনৈতিক, অসাংবিধানিক।

মঙ্গলবার সংসদ চত্বরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। বিরোধী নেতা ও অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠানো প্রসঙ্গে দোলা সেন বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যান্ডওয়াপাড়ায় প্রতিটি বিরোধী নেতা এবং মুখ্যমন্ত্রীদের কাছে একটি চিঠি লিখেছেন, যাতে সবাই বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলতে একত্রিত হয়। বিরোধীরা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।”