মমতাকে কটাক্ষ অধীরের, বললেন তৃণমূল নেত্রীর কথা দিনে-রাতে বদলায়

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেশের সমস্ত বিরোধী নেতানেত্রী ও অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার যে আহ্বান মমতা জানিয়েছেন, তার প্রেক্ষিতে অধীর জানান, “মমতার বক্তব্য সর্বদা পরিবর্তিত হয়, তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস, কোনওটাই করা যায় না।”

মমতাকে তীব্র কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলেন সকলকে বিজেপির বিরুদ্ধে একত্রিত হওয়া উচিত, কখনও কখনও তিনি বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে এবং অন্য সময় তিনি বলেছেন কংগ্রেসকে শেষ করা উচিত। তাঁরা বক্তব্য দিন-রাত পরিবর্তিত হয়, তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস, কোনওটাই করা যায় না।”

বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা প্রসঙ্গে অধীর বলেছেন, ‘আমরা বীরভূমে হিংসার ঘটনায় হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম। দিদি তাই ভয় পেয়ে গিয়েছেন। এই জন্যই এখন সবাইকে ডেকে এক জোট করার কথা বলছেন। বাংলার সরকার কেন দোষীদের এখনও ধরতে পারল না? আগে তাঁর নিজের রাজ্য দেখা উচিত।’’