নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): দিল্লি বিমানবন্দরে পুশব্যাকের সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল স্পাইসজেটের একটি বিমান। সোমবার দিল্লি থেকে জম্মু উড়ে যাওয়ার কথা ছিল স্পাইসজেটের এসজি ১৬০ বিমান। পুশব্যাকের (পিছনের দিকে যাওয়ার সময়) সময় ডানদিকের পিছনের প্রান্তটি একটি খুঁটির সংস্পর্শে এসে যায়। যার ফলে আইলারনের ক্ষতি হয়েছে।
স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দিল্লি থেকে জম্মু উড়ে যাওয়ার কথা ছিল স্পাইসজেটের এসজি ১৬০ বিমানটির। পিছনের দিকে যাওয়ার সময় ডানদিকের পিছনের প্রান্তটি একটি খুঁটির সংস্পর্শে এসে যায়। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

