Congress : আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পথে কংগ্রেস

কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : থামেনি উত্তেজনা । প্রতিনিয়ত উতপ্ত হচ্ছে হাওড়া । ধরেই হাওড়ার ছাত্র নেতা আনিসকাণ্ডে মৃত্যুর প্রতিবাদে মাঝেমধ্যেই পথে নামে বিক্ষোভকারীরা । এরই মাঝে রবিবার আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পথে কংগ্রেস বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও হাওড়া ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে শান্ত হয়নি পরিস্থিতি । প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে আমতা ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর থেকেই চলছে একাধিক বিক্ষোভ, প্রতিবাদ । ইতিমধ্যেই এই ঘটনায় এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের জেল হেফাজত হয়েছে । কিন্তু পুলিশের বিরুদ্ধে আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে । যা নিয়ে তদন্ত করছে সিট । এরই মাঝে এদিন ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আমতা থেকে ধর্মতলা কংগ্রেসের তিনদিনের পদযাত্রা শেষ হল । হাওড়ার কদমতলা থেকে মিছিলে অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিল ১৪ কিলোমিটার পথ পেরিয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয় । সেখানে সমাবেশ থেকে আনিস খানের মৃত্যুর ঘটনায় আগামী কর্মসূচি ঘোষণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *