নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খুশি প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, সবাই জানেন মামলাটি ধামাচাপা দিতেই সিট গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনায় সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এখন দিল্লিতে রয়েছেন, শুক্রবার বগটুই-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুশি প্রকাশ করে দিলীপ ঘোষ বলেছেন, “সবাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন। কারণ সবাই জানেন মামলাটি ধামাচাপা দিতেই সিট গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরীহ মানুষ খুন হচ্ছেন, কিন্তু তিনি নিজ সরকারের ব্যর্থতা মেনে নিচ্ছেন না।” এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটে পৌঁছে গিয়েছে সিবিআই-এর ফরেনসিক টিম।

