চিনের দুর্ঘটনাগ্রস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার, চলছে বিশ্লেষণ

বেজিং, ২৫ মার্চ (হি.স.): দুর্ঘটনাগ্রস্ত চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার হল। শুক্রবার এমনটাই জানিয়েছে চিনের বিমান চলাচল নিয়ন্ত্রক। এর আগে প্রথম ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছিল। সেটি এখন বিশ্লেষণ করা হচ্ছে। প্রসঙ্গত, সোমবার ১৩২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। কুনমিং থেকে গুয়াংঝাউয়ের পথে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বিমানটি।

বুধবার বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছিল। আরও একটি পাওয়া গিয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার ডিভাইসটি বেজিংয়ে পাঠানো হয়েছে। বিমান ভেঙে পড়ার সঠির কারণ জানতে কমপক্ষে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।