Cricket : জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া, ঘোষিত হল সব ফর্ম্যাটের সিরিজ সূচি

সিডনি, ২৫ মার্চ (হি.স.) : শুক্রবারই পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া । আর পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২৪ বছর পরে টেস্ট সিরিজ জয়ের দিনেই ঘোষণা হয়ে গেল তাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ‘অল ফর্ম্যাট’ সিরিজের সূচি। জুন মাসেই শ্রীলঙ্কাতে যাবেন স্টিভ স্মিথরা। আজ সব ফর্ম্যাটের সূচি ঘোষণার মধ্যে দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।


প্রসঙ্গত ২০১৬ সালের পরবর্তীতে এই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অজিরা। জুন-জুলাই এই দুই মাস ধরে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ সিরিজ লঙ্কানদের বিরুদ্ধে খেলবে অজিরা। জুনের ২৯- জুলাই ৩ পর্যন্ত প্রথম এবং জুলাই ৮-১২ দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। দু’টি টেস্ট খেলা হবে গলে। এছাড়াও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ এবং পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলা হবে যথাক্রমে কলম্বো এবং ক্যান্ডিতে।


২০১৬ সালে শ্রীলঙ্কার মাটিতে শেষবার টেস্ট সিরিজে ৩-০ ফলে বিপর্যস্ত হয়েছিল অজিরা। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুন কলম্বোতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এই সফর। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই (গল টেস্ট)। প্রায় দেড় মাসের এই সফর প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন ‘আমরা রোমাঞ্চকর কিছু লড়াইয়ের অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়া দল পাঁচ বছর আগে শ্রীলঙ্কায় এসেছিল। আমরা তাদের আতিথ্য দিতে মুখিয়ে আছি।’
একনজরে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচি-
১) ৭ জুন প্রথম টি-২০ কলম্বো।
২) ৮ জুন দ্বিতীয় টি-২০ কলম্বো।
৩) ১১ জুন তৃতীয় টি-২০ ক্যান্ডি
৪) ১৪ জুন প্রথম ওয়ানডে ক্যান্ডি।৫) ১৬ জুন দ্বিতীয় ওয়ানডে ক্যান্ডি।৬) ১৯ জুন তৃতীয় ওয়ানডে কলম্বো।৭) ২১ জুন চতুর্থ ওয়ানডে কলম্বো।৮) ২৪ জুন পঞ্চম ওয়ানডে কলম্বো।৯) ২৯ জুন থেকে ৩ জুলাই প্রথম টেস্ট গল১০) ৮ থেকে ১২ জুলাই দ্বিতীয় টেস্ট গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *