নিউইয়র্ক, ২৪ মার্চ (হি.স.): রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আমেরিকার নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে উভয়ে সাক্ষাৎ করেন, উভয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়েছে। তার মধ্যে রয়েছে ইউক্রেন, আফগানিস্তান এবং মায়ানমার-সহ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এজেন্ডা সংক্রান্ত বিষয়।
বৃহস্পতিবার সকালে বিদেশমন্ত্রকের মুখ্যপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তাঁদের মধ্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এজেন্ডা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় হয়েছে, কথা হয়েছে ইউক্রেন, আফগানিস্তান এবং মায়ানমার নিয়ে।