BRAKING NEWS

CPIM : গত চার বছরে বাজারে ঋণের বোঝা বেড়েছে রাজ্য সরকারের বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ রাজ্য বিধানসভায় গৃহীত ২০২২-২৩ বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বৃহস্পতিবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন৷ তিনি বলেছেন, খোলা বাজার থেকে রাজ্য সরকারের ঋণের পরিমান বৃদ্ধি পেয়েছে৷ তিনি অভিযোগে করেছেন, যেভাবে ঋণ বেড়েছে তা সরকারী কোষাগারের উপর অতিরিক্ত বোঝা হবে৷


মানিক সরকার বলেন, ‘‘বামফ্রন্ট সরকার যখন বর্তমান সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছিল তখন বাজারের ঋণের পরিমাণ ছিল ৩,৪০০ কোটি টাকা এবং এখন তা ১০,৫০০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে৷ তাতে স্পষ্ট যে কীভাবে ঋণ বেড়েছে এবং ইঙ্গিতগুলি স্পষ্ট যে ঋণের বোঝা ধীরে ধীরে সরকারী কোষাগার খালি করবে’’৷


বিরোধী দলনেতা মানিক সরকার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য রাজ্য বাজেটকে ’ত্রিপুরার জনগণের স্বার্থের বিরুদ্ধে’ বলে অভিহিত করেছেন৷ তিনি বলেন, বাজেট তার উদ্দেশ্য পূরণ করছে না এবং সমাজের সর্বস্তরের মানুষ খালি হাতে পড়ে থাকবে৷ বর্তমান সরকারের পঞ্চম বাজেট আজ পাস হয়েছে৷ আমরা ভেবেছিলাম অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকার কিছু ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে৷ কিন্তু বাজেট পেশ হওয়ার পর সব আশা-আকাঙ্খাই বৃথা হয়ে গিয়েছে বলে দাবি করেন মানিক সরকার৷ তিনি বলেন, সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত৷ সরকার জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ৷


বাজেটে কিছু বাদ দেওয়া পয়েন্ট উল্লেখ করে মানিক সরকার বলেন, দৈনিক মজুরির উপর নির্ভরশীল সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের বাজেটে কোনো স্থান নেই৷ পূর্ববর্তী বাম সরকার এমজিএনরেগা অনুসরণ করে টুয়েপ স্কিম চালু করেছিল যা জনসাধারণের হাতে অর্থের প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ এটি গ্রামীণ ও শহুরে অর্থনীতিকে উন্নতি করতে সাহায্য করেছে৷ কিন্তু দুর্ভাগ্যবশত এবারের বাজেটে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা দেখা যাচ্ছে না৷


কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, শাসক দল বড় বড় দাবি করলেও সরকার গঠনের পর একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি৷ বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগের প্রতিফলন নেই৷ আজকের যুবকদের সরকারি খাতে চাকরির প্রয়োজন, কিন্তু আমরা সরকারের কোন উদ্যোগই দেখছি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *