বগটুই, ২৪ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার বগটুই গ্রামে পৌঁছ মৃতদের প্রতি পরিবারের একজন করে চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে বাড়ি তৈরির এক লক্ষ টাকা করে দিলেন হাতে হাতে।
মমতা বলেন, ‘‘এলাকায় সব সময় পুলিশ পিকেটিং থাকবে। যাঁদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে, তাঁরা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ টাকা করে পাবেন, প্রয়োজনে আরও ১ লক্ষ টাকা করে পাবেন। সঙ্গে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে। যাঁদের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনটি বাচ্চাকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গ্রামে পৌঁছে কথা বলেন সিট সদস্যদের সঙ্গে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন মৃতদের আত্মীয়রা।তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করবে পুলিশ, নির্দেশ দেন মমতা। মমতা বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘জীবনের বিকল্প চাকরি হয় না। নিজের কোটা থেকে আমি ১০ জনকে চাকরি দেব। শুধু এখানকার লোক ঘটনায় জড়িত, না বাইরের লোক এসেছে, তা দেখতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’
মমতা বলেন, ‘‘যাঁরা জেনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগাননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভাদু শেখকে মারার ঘটনা খারাপ। তারপর যা হয়েছে, তা-ও অত্যন্ত নিন্দনীয়।’’ প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আমি কিছু শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। একে পেলাম, ওকে পেলাম না— এ সব আমি শুনব না’’। মমতা বললেন, ‘‘ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত।’’মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তদন্ত তদন্তের পথে চলবে। আমি এর মধ্যে কোনও ভাবে হস্তক্ষেপ করব না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে পুলিশ অফিসার এর মধ্যে জড়িত, তাঁদেরও ছাড়া হবে না।’’