TET  : বাম আমলে রেখে যাওয়া টেট উত্তীর্ণ সহ এখন পর্যন্ত সকলকে চাকুরী দেওয়া হয়েছে : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ২৪ মার্চ : বাম আমলে রেখে যাওয়া টেট উত্তীর্ণ সহ এখন পর্যন্ত সকলকে চাকুরী দেওয়া হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাস, সহিদ চৌধুরী এবং রতন কুমার ভৌমিকের একত্রে উত্থাপিত টেট উত্তীর্ণ বেকারদের একসাথে নিয়োগ করা সম্পর্কে দৃষ্টি আকর্ষনীয় নোটিশের জবাবে একথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর শিক্ষক পদে ৩০৫৬ জনকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬১১ জন টেট উত্তীর্ণ রয়েছেন।

তিনি বলেন, মন্ত্রিসভার অনুমোদনক্রমে অর্থ দফতরের সম্মতিতে সংরক্ষিত পদ বিবেচনায় রেখে শিক্ষক নিয়োগ করবে ত্রিপুরা সরকার। এক্ষেত্রে পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০১৫ সালে ১৩ জন টেট-১ উত্তীর্ণ হয়েছিলেন। চাকুরী পেয়েছেন ৭ জন। ২০১৬ ও ২০১৭ সাল মিলে ২২৩ জন টেট-১ উত্তীর্ণ হয়েছিলেন। চাকুরী পেয়েছেন ১৫৩। সেক্ষেত্রে ২০১৮ এবং ২০১৯ সালে টেট-১ উত্তীর্ণ ৬৯১ জনকেই চাকুরী দেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, ২০১৫ সালে টেট-২ উত্তীর্ণ হয়েছিলেন ৫৫৯ জন। চাকুরী পেয়েছেন ৪৭১ জন। ২০১৬ এবং ২০১৭ সাল মিলে টেট-২ উত্তীর্ণ হয়েছিলেন ১৯৯ জন। চাকুরী পেয়েছিলেন ১১৮। সেই তুলনায় ২০১৮ এবং ২০১৯ সালে টেট-২ উত্তীর্ণ ১৩৮৭ জনকেই চাকুরী দেওয়া হয়েছে। এদিন তিনি জানান, ২০২১ সালে টেট উত্তীর্ণদের এখনো চাকুরী দেওয়া হয়নি।

তাঁর বক্তব্য, ২০১৬ ও ২০১৭ সালে একবার, ২০১৮ সালে দুইবার এবং ২০২১ সালে একবার টেট পরীক্ষা নেওয়া হয়েছে। কোভিডের জন্য ২০২০ সালে টেট পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাঁর দাবি, বাম আমলে রেখে যাওয়া টেট উত্তীর্ণ সহ সকলকে বর্তমান সরকার চাকুরী দিয়েছে। এছাড়া, বিদ্যাজ্যোতি প্রকল্পে ৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে অর্থ দফতর অনুমোদন দিয়েছে। পাশাপাশি, পূর্বের ১৭৫ জন স্নাতকোত্তর এবং ৬৪ জন স্নাতক শিক্ষক নিয়োগে টিআরবিটি তালিকা পাঠিয়েছে। শীঘ্রই তাঁদের অফার দেওয়া হবে।

তিনি বলেন, স্পেশাল এডুকেটর নিয়োগে শূন্যপদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া, ১১০ জন স্নাতকোত্তর এবং ২৩০ জন স্নাতক শিক্ষক নিয়োগে কিছুদিনের মধ্যে টিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে। তাঁর দাবি, বর্তমান সরকার সর্বমোট ৩০৫৬ জনকে শিক্ষক পদে নিয়োগ করেছে। তাঁদের মধ্যে টেট উত্তীর্ণ রয়েছেন ১৬১১ জন। বাম আমলে সাকুল্যে ৭৪৯ জন টেট উত্তীর্ণ নিয়োগ করা হয়েছিল।