গন্ডাছড়া, ২৪ মার্চ : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় রইস্যাবাড়ি রঞ্জিত পাড়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর নাম অর্জুন ত্রিপুরা।
ঘটনার বিবরণে জানা গেছে, অর্জুন ত্রিপুরা বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতে গিয়েছিলেন। বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই বিদ্যুৎ কর্মী। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে বিজেপির নেতৃবৃন্দ সেখানে ছুটে যান। গন্ডাছড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করার জন্য দলের নেতারা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।