কলকাতা, ২৩ মার্চ (হি. স.) : চিনের উহান ফেরত এক বিমানযাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। বুধবার ওই বিমানযাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা বিমানবন্দরে । মৃতার নাম স্মৃতা প্রধান রাই। বয়স ৪৫ বছর।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, চিনের উহান ফেরত দিল্লি-বাগডোগরা বিমানের যাত্রী স্মৃতা প্রধান রাইয়ের বাড়ি দার্জিলিং জেলার মিরিক ব্লকের পাহাড়ি গ্রাম শিয়োকে। এদিন বেলা ১টা নাগাদ ওই মহিলাকে বিমান সংস্থার কর্মীরা বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁর মুখ দিয়ে ফেনার মত বেরচ্ছিল বলেও জানা গিয়েছে। বিমানের মধ্যে না বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

