Dead Body : চা বাগানে যুবকের মৃতদেহ উদ্ধার

বিশালগড়, ২৩ মার্চ : বিশালগড়-র হরিশ নগর চা বাগান থেকে বুধবার সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম লিটন দে। 

জানা গেছে, বুধবার সকালে হরিশ নগর চা বাগানে শ্রমিকরা কাজ করতে গেলে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। মৃতদেহ দেখতে পেয়ে চা বাগানের শ্রমিকরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে অন্যান্য শ্রমিক এবং পার্শ্ববর্তী লোকজনরা সেখানে জড়ো হন। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়। 

সূত্রের খবর, তাদের পরিবারের তেমন কোনো ঝামেলা ছিল না। কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এই আত্মহত্যার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সাত সকালে চা বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।