মুম্বই, ২৩ মার্চ (হি.স.) : রাজ্য মন্ত্রী নবাব মালিকের পদত্যাগের দাবিতে বুধবারও মহারাষ্ট্র বিধানসভার বাইরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়করা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। প্রসঙ্গত, তিনি ২৩ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হাতে গ্রেফতার হয়েছিলেন। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত একটি অর্থ পাচারের মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন মালিক। বিশেষ আদালত মালিকের বিচার বিভাগীয় হেফাজত ৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।
মন্ত্রী নবাব মালিকের পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিজেপি। মহারাষ্ট্র রাজ্য বিধানসভার বার্ষিক বাজেট অধিবেশন ২৫ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।