Assembly : প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের এডহক পদোন্নতির প্রক্রিয়া আগামী এপ্রিলের মধ্যে সম্পুর্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ২৩ মার্চ (হি. স.) : প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের এডহক পদোন্নতির প্রক্রিয়া আগামী এপ্রিলের মধ্যে সম্পুর্ন করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। আজ বিধানসভায় উল্লেখ পর্বে বিধায়ক রঞ্জিত দাসের জনস্বার্থে উত্থাপিত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকুরিতে পদোন্নতির জন্য দফতরের গৃহিত সিদ্ধান্ত সম্পর্কে নোটিশের জবাবে একথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি, প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের চাকরীতে পদোন্নতির মাধ্যমে প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।

এদিন তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে প্রাথমিক স্তরে প্রাধান শিক্ষক পদে মোট অনুমোদিত পদের সংখ্যা হল ১৯৭৬। তার মধ্যে বর্তমানে নিযুক্ত আছেন ৫১২ জন। ফলে এই স্তরে প্রধান শিক্ষক পদে মোট শূন্য পদের সংখ্যা হল ১৪৫৫। তার মধ্যে সাধারণ শ্রেনীর ৯৩৭ জন, তপশিলি জাতি ২৬৪ জন এবং তপশিলি জনজাতি ২৫৪ জন শূন্যপদে নিযুক্তির জন্য রয়েছে।

তিনি জানান, ত্রিপুরা সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এডহক পদোন্নতির প্রক্রিয়ার অঙ্গ হিসাবে প্রাথমিক স্তরের প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতির জন্য ইতি মধ্যেই সিনিয়রিটি তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এসিআর পরীক্ষার কাজ করা হয়েছে।

তাঁর দাবি, বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। পাশাপাশি উচ্চ প্রাথমিক স্তরের প্রধান শিক্ষক পদেও এডহক পদোন্নতির প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা হবে। উচ্চ প্রাথমিক স্তরে প্রক্রিয়া শেষ হলে প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতি দেওয়া হবে, জানান তিনি।

তাঁর সাফ কথা, আগামী এপ্রিলের মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে এডহক পদোন্নতি প্রক্রিয়া সম্পূর্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।