Border Haat : করোনার প্রকোপে বন্ধ বর্ডার হাট, পুণরায় চালু করতে বাংলাদেশের অনুমতির অপেক্ষা : শিল্প ও বাণিজ্য মন্ত্রী

আগরতলা, ২৩ মার্চ (হি. স.) : করোনার প্রকোপে বন্ধ হয়েছিল ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে বর্ডার হাট। এখন বাংলাদেশ সরকার অনুমতি দিলেই পুণরায় চালু করা হবে। আজ বিধানসভায় বিধায়ক শঙ্কর রায়ের ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে বর্ডার হাট পুনরায় চালু করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষনীয় নোটিশের জবাবে একথা জানিয়েছেন শিল্প ও বানিজ্য দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব রায়।

এদিন তিনি বলেন, করোনার প্রকোপে গত ২৩ মার্চ ২০২০ সন থেকে ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে শ্রীনগর (দ: ত্রিপুরা) ও কমলাসাগর (সিপাহীজলা ত্রিপুরা) বর্ডার হাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৬ জুন ২০২০ সনে কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রক থেকে পুনরায় বর্ডার হাট চালু করার জন্য বলা হয়েছিল। তাই সংশ্লিষ্ট বর্ডার হাট কমিটির চেয়ারমেনদের হাট চালু করার জন্য শিল্প ও বানিজ্য দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু ত্রিপুরার সংশ্লিষ্ট জেলায় করোনার প্রকোপ বেশী থাকায় বর্ডার হাট চালু করা যায়নি। 

তাঁর দাবি, পরবর্তী সময়ে ২৩ মার্চ ২০২১ সনে করোনার প্রতিরোধকের যাবতীয় নিয়ম বিধি মেনে পুনরায় বর্ডার হাট চালু করার জন্য সংশ্লিষ্ট বর্ডার হাট কমিটির চেয়ারমেনদের শিল্প ও বানিজ্য দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সে সময়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে করোনার প্রকোপ বেশী থাকায় তখনও হাট চালু করা যায়নি।

তাঁর কথায়, ইতিমধ্যে বাংলাদেশে করোনার প্রকোপ কিছুটা কমে আসাতে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে বর্ডার হাট গুলি পুনরায় চালু করা যায়, সেই লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারী ভারত সরকারের বিদেশ মন্ত্রককে অনুরোধ করা হয়েছিল। 

তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী জেলার কর্তৃপক্ষের সঙ্গে হাট পরিচালন কমিটির মিটিং এর মাধ্যমে ২৬ মার্চ থেকে পুনরায় হাট চালু করার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার জন্য গত ১৬ মার্চ শিল্প ও বানিজ্য দপ্তর থেকে সংশ্লিষ্ট বর্ডার হাট কমিটির চেয়ারমেনদেরকে পুনরায় অনুরোধ করা হয়েছে। এখন বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরই ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে বর্ডার হাট পুনরায় চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।