কিয়েভ, ২২ মার্চ (হি.স.): ন্যাটোর বিরুদ্ধে তোপ দাগলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বললেন, রাশিয়াকে ভয় পায় ন্যাটো, এটাই প্রকৃত সত্য। একইসঙ্গে ন্যাটোর উদ্দেশে তিনি বলেছেন, ন্যাটোর এখনই বলা উচিত তাঁরা আমাদের গ্রহণ করবে কি-না, অথবা প্রকাশ্যে বলে দেওয়া উচিত তাঁরা আমাদের গ্রহণ করছে না, কারণ তাঁরা রাশিয়াকে ভয় পায়- যা সত্য। ইউক্রেনের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেলেনস্কি।
ইউক্রেনের ভূখণ্ডে রুশ সামরিক অভিযানের কিছু দিনের মধ্যেই এক মাস হয়ে যাবে। কিন্তু, রসদ ও অস্ত্র দিয়ে অন্যান্য দেশ সহায়তা করলেও, রাশিয়ার বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন। মুখে অনেক কথা বললেও, প্রত্যক্ষভাবে কোনও দেশই ইউক্রেনকে সাহায্য করছে না। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ন্যাটোর এখনই বলা উচিত তাঁরা আমাদের গ্রহণ করবে কি-না, অথবা প্রকাশ্যে বলে দেওয়া উচিত তাঁরা আমাদের গ্রহণ করছে না, কারণ তাঁরা রাশিয়াকে ভয় পায়। আর এটাই সত্য।