আগরতলা, ২২ মার্চ (হি. স.) : বিদ্যুতের খুটি সারানোর দাবি নিয়ে বিধানসভায় সোচ্চার হয়েছেন বিধায়ক দীবা চন্দ্র রাঙ্খল। উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুত মন্ত্রী জিষ্ণু দেব্বর্মা ওই খুটি শীঘ্রই সারানোর আশ্বাস দিয়েছেন।
আজ বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে করমচড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীবা চন্দ্র রাঙ্খল বলেন, দারচৈ তাঁর বাড়ির পাশে কংক্রিটের বিদ্যুতের খুটি গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই খুটি সারাইয়ের জন্য তিনি বিদ্যুত নিগমের কুমারঘাট ডিভিশনকে একাধিকবার অনুরোধ জানিয়েছেন। কিন্ত, ওই খুটি সারানো হচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঝড় আসলে যেকোন সময় ওই খুটি তাঁর বাড়িতে ভেঙ্গে পরবে।
সমস্ত বিষয় জেনে উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুত মন্ত্রী আশ্বাস দিয়েছেন, শীঘ্রই ওই খুটি সারানোর ব্যবস্থা করবেন।

