নৃশংস ঘটনা, গনহত্যা, হাড় হিম করা : টুইটারে সুজনের প্রতিক্রিয়া

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : রামপুরহাটে গণহত্যা নিয়ে টুইটারে কড়া মন্তব্য করলেন প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

মঙ্গলবার সুজনবাবু টুইটারে লিখেছেন, “নৃশংস ঘটনা। গনহত্যা। হাড় হিম করা। রামপুরহাটে পাল্টাপাল্টি বদলা। আগুনে পুড়িয়ে খুন অন্তত দশজন। সবই তৃনমূল। সবাই সংখ্যালঘু। কিন্তু আসলে তো জলজ্যান্ত মানুষ খুন।।একশো তে একশো ভাগ ক্ষমতা মানে কি গুন্ডাদের একশো ভাগ কন্ট্রোল? এর শেষ কোথায় মাননীয়া?”

প্রসঙ্গত, সোমবার রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার পর রাতে বগটুই গ্রামে তাণ্ডব চলে। আগুন লাগানো হয় একাধিক বাড়িতে। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে অন্তত ১০টি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *