রামপুরহাট কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির রাজ্য সভাপতির

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : রামপুরহাট কান্ডে মঙ্গলবার তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।

সুকান্তবাবু বলেন, “গতকাল থেকে বীরভূমের ওই গ্রামে তৃণমূল হার্মাদ বাহিনীর নেতৃত্বে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। উপপ্রধান মারা যান বা তাঁকে খুন করা হয়। তার প্রতিশোধ নিতে এই কান্ড হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে বহুদিন এ রকম ঘটনা আমরা দেখিনি। গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রচারমাধ্যমের হিসাবে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। পরে সংখ্যাটা বাড়তেও পারে।

বিজেপি রাজ্য সভাপতির কথায়, “গোটা রাজ্যে এ রকম চলছে। কলকাতাতেও দেখেছি বন্দুক-পিস্তল নিয়ে ঘোরাঘুরি, গুলি চলেছে। দু’জন কাউন্সিলারকে হত্যা করা হয়েছে। দিনেদুপুরে বোমা ছোঁড়া হয়েছে। আপনারা দেখেছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা মুখ্যমন্ত্রী তথা পুলিসমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এটা রাজ্য সরকার চলছে না সার্কাস চলছে? এতবড় একটা অঘটন ঘটে গেল! কয়েক ঘণ্টার মধ্যে ১০ জন পশ্চিমবঙ্গবাসীর জীবন চলে গেল, আর পুলিসের কাছে কোনও ইনপুট নেই! পুলিস করছেটা কী?” সুকান্তবাবু প্রশ্ন তুলেছেন, “পুলিশের কাজ কি কল্যাণ-সংগঠন তৈরি করে মুখ্যমন্ত্রীকে মা বানানো? নাকি পুলিশের কাজ পশ্চিমবঙ্গের জনগনকে, পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষা দেওয়া?“