Nawab Malik: ৪ এপ্রিল অবধি বাড়ল নবাবের বিচারবিভাগীয় হেফাজত, বিছানা ও চেয়ার দেওয়ার অনুমতি

মুম্বই, ২১ মার্চ (হি.স.): আপাতত মুক্তি পাচ্ছেন না মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। নবাব মালিককে আরও ১৪-দিনের জন্য অর্থাৎ আগামী ৪ এপ্রিল অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। আন্ডার ওয়ার্ল্ড দিন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিককে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রথমে নবাব মালিককে নিজেদের হেফাজতে রেখে জেরা করেছেন ইডি-র অফিসাররা।

গত ৭ মার্চ নবাব মালিকের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। ওই দিন তাঁকে ১৪-দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। সোমবার ১৪-দিনের মেয়াদ শেষ হওয়ার পর, আরও ১৪-দিনের জন্য অর্থাৎ আগামী ৪ এপ্রিল অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বিচারবিভাগীয় হেফাজতের এই সময়ে নবাব মালিককে বিছানা, তোষক ও চেয়ার দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করার পর ৬২ বছর বয়সী নবাব মালিককে ৮ দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর তাঁকে ৭ মার্চ অবধি ইডি-র হেফাজতে পাঠানো হয়। তারপর মালিককে ১৪-দিনের জন্য পাঠানো হয়েছিল বিচারবিভাগীয় হেফাজতে। সোমবার ফের বাড়ানো হল বিচারবিভাগীয় হেফাজতের সময়সীমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *