বিশ্রামগঞ্জ, ২১ মার্চ : বিশ্রামগঞ্জে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম রবীন্দ্র দেববর্মা।
জানা গেছে, ওই বৃদ্ধ বাড়ি থেকে বিশ্রামগঞ্জে রাবার শিট বিক্রি করার জন্য আসছিলেন। তখনই রাস্তায় পেছন দিক থেকে আসা একটি ওয়াগনার গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই বৃদ্ধ। তাতে তিনি গুরুতর ভাবে আহত হন। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বিশ্রামগঞ্জ থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গাড়িচালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

