Cylinder Blast:থানে-তে আবাসিক কোয়ার্টারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন কর্মী

থানে, ২১ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় আবাসিক কোয়ার্টারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ও গুরুতর জখম হয়েছেন গ্যাস সাপ্লাই এজেন্সির ৪ জন কর্মী। রবিবার মধ্যরাতে থানে জেলার কালবা এলাকায় অবস্থিত ওই আবাসিক কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেখানে থাকতেন গ্যাস সাপ্লাই এজেন্সির কর্মীরা। বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, বিস্ফোরণের তীব্রতায় তছনছ হয়ে কোয়ার্টারের ভিতরে থাকা সমস্ত কিছু।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে আসেন দমকল কর্মীরা। দমকল কর্মীদের বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনকে দগ্ধ অবস্থায় শিবাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানে পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছেন ৪ জন, তাঁদের অবস্থায় অত্যন্ত সঙ্কটজনক। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। থানে পৌর নিগমের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান অবিনাশ সাওয়ান্ত জানিয়েছেন, শিব শক্তি নগর এলাকায় গ্যাস এজেন্সির অফিস সংলগ্ন কোয়ার্টারে থাকতেন ওই ৪ জন কর্মী। তাঁদের নাম-সত্যম যাদব (২০), অনুরাজ সিং (২৯), রোহিত যাদব (২০) ও গণেশ গুপ্তা (১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *