Stock Market: ধস শেয়ারবাজারে, ফের পতন সূচকের

মুম্বই, ২১ মার্চ (হি. স.) সপ্তাহ শুরুর দিনেই সোমবার শেয়ারবাজারে নামল ধস। একদিনে ৫৭১ দশমিক ৪৪ সূচক খোয়াল সেনসেক্স। পাশাপাশি নিফটি৫০ হারাল ১৬৯ দশমিক ৪৫ পয়েন্ট। একদিনে দেড় লক্ষ কোটি টাকার বেশি খোয়ালেন বিনিয়োগকারীরা।

তিনদিন বাদে এদিন খুলেছিল শেয়ারবাজার। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারদর। এক ঘন্টার মধ্যে তিনশোর কাছাকাছি সূচক হারায় সেনসেক্স। পরে ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু দুপুরের পরে ফের ধাক্কা খায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাজার। এদিন বাজার বন্ধের সময়ে ৫৭১.৪৪ সূচক খুঁইয়ে সেনসেক্স দাঁড়ায় ৫৭ হাজার ২৯২.৪৯ পয়েন্টে। পাশাপাশি ১৬৯.৪৫ সূচক হারিয়ে নিফটি৫০ দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৭.৬০ পয়েন্টে। এদিন সবচেয়ে বেশি পতন ঘটেছে ব্রিটানিয়ার শেয়ারে। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ১১৮ টাকা ৪০ পয়সা। এফএমসিজি সংস্থাগুলির শেয়ারের দামও যথেষ্টই কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *