চন্ডীগড়, ১৯ মার্চ (হি.স.): পঞ্জাবের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির ১০ জন বিধায়ক। শনিবার পঞ্জাব ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ১০ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। এই ১০ জন হলেন- ব্রহম শঙ্কর জিম্পা, হরজ্যোত সিং বাইন্স, লাল চন্দ কাটারুচক, গুরমিত সিং মিত হায়ের, কুলদীপ সিং ধালিওয়াল, লালজিৎ সিং ভুল্লার, হরপাল সিং চিমা, বলজিৎ কৌর, হরভজন সিং এটিও ও বিজয় সিংলা। সকলেই পঞ্জাবি ভাষায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই ১০ জনের মধ্যে ৮ জন প্রথমবারের বিধায়ক। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সকলেই অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। হরজ্যোত সিং বাইন্স মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই জানিয়েছেন, “এটা একটা বড় দায়িত্ব। রাজনীতিতে যুবসমাজের আস্থা ফিরিয়ে এনেছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের আবার মহারাজা রঞ্জিত সিংয়ের পঞ্জাব বানাতে হবে। আমরা একটি পঞ্জাব মডেল তৈরি করব এবং ২০২৪ সালে অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধানমন্ত্রী হবেন।” কুলদীপ সিং ধালিওয়াল বলেছেন, “আমরা আন্তরিকভাবে পঞ্জাবের জনগণের জন্য কাজ করব। আমি রাজ্যের একটি অনুন্নত অঞ্চল থেকে এসেছি এবং আমার অগ্রাধিকার হবে শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কাজ করা।” ব্রহম শঙ্কর জিম্পা বলেছেন, “অনেক ক্ষেত্রে সমস্যা আছে, স্বাস্থ্য পরিষেবা খুবই খারাপ, আমরা সার্বিক উন্নতির জন্য কাজ করব। আমরা একটি জরাজীর্ণ পঞ্জাব পেয়েছি, কিছুটা সময় লাগবে তবে একটি পরিবর্তন অবশ্যই আসবে।”
আবার পঞ্জাবের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া গুরমিত সিং মিত হায়ের বলেছেন, “দলীয় নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ। এটি একটি বড় দায়িত্ব এবং আমি সততার সঙ্গে তা পালন করব। জনগণ আমাদের নিয়ে এসেছেই কারণ তাঁরা পঞ্জাবের একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় বিরক্ত ছিল। আমাদের দুর্নীতিকে উপড়ে ফেলতে হবে।” পঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমার কথায়, “আগেও জনগণের সেবক ছিলাম, এখনও সেবক। আমাদের মতো সাধারণ মানুষ যারা হয়তো মন্ত্রী হওয়ার কথা ভাবেননি তাঁরা মন্ত্রী হয়েছেন। আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব।”

