Sahabuddin Ahmad : ৯২ বছরে জীবনাবসান, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ

ঢাকা, ১৯ মার্চ (হি.স.): প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার সকাল ১০.২৫ মিনিট নাগাদ ঢাকার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক গভীর জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় প্রধান বিচারপতি তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ জানুয়ারি সাহাবুদ্দীন আহমদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ওই বছরের ৬ ডিসেম্বর এরশাদবিরোধী গণ-আন্দোলনের মুখে তৎকালীন উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ পদত্যাগ করেন এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয়। ওই দিনই রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করে উপরাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সরকার প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর নেতৃত্বে দেশে একটি সাধারণ নির্বাচন সম্পন্ন হয়, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা পায়।