চণ্ডীগড়, ১৭ মার্চ (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ নবনির্বাচিত বিধায়করা বৃহস্পতিবার বিধানসভার সদস্য হিসাবে শপথ নিলেন।
নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ করান প্রোটেম স্পিকার ডঃ ইন্দ্রবীর সিং নিজ্জার।
এদিন সকালে পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করে জানান,”পঞ্জাব বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন। আম আদমি পার্টির সরকার পঞ্জাবে একটি নতুন পরিবর্তন আনবে, যার জন্য জনগণ আমাদের বেছে নিয়েছে। আমাদের সরকার পঞ্জাবের সবচেয়ে সৎ সরকার হিসাবে পরিচিত হবে।”
গতকাল ১৬ মার্চ মান পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার একদিন পরে এদিন বিধানসভার সদস্য হিসাবে শপথ নিলেন।
এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ৯২টি আসন জিতে সরকার গঠন করতে চলেছে ভগবন্ত মান নেতৃত্বাধীন আপ সরকার।