Israel: দেশে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত নয় ইসরায়েল

জেরুজালেম, ১৭ মার্চ (হি.স.) : দেশে মেলা করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত নয় ইসরায়েল । সম্প্রতি ইসরায়েলে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’জন রোগী পাওয়া গেছে। নতুন এই ধরনের করোনা এখনও বিশ্বের কাছে পরিচিত নয়। এই ধরনকে এখনই গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল ।

ইসরায়েলর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইসরায়েলে পাওয়া করোনায় এই ধরনটি করোনার অতি সংক্রামক ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সমন্বয়ে গঠিত। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যে চিকিৎসা এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা নতুন এই ভ্যারিয়েন্টের লক্ষণ।

দেশটির করোনা রেসপন্স বিভাগের প্রধান সালমান জারকা বলেন, এই মুহূর্তে আমরা নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন নই। এটি বড় ধরনের সমস্যা তৈরি করবে না। প্রসঙ্গত, ৯২ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত ইসরায়েলে ৪০ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে করোনা টিকার তিন ডোজ নিয়েছেন। দেশটিতে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা প্রায় ১৪ লক্ষ এবং আট হাজার ২৪৪ জন করোনায় মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *