Amit Shah: সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছেন, “সমগ্র দেশের ভূগোল ও ইতিহাসকে আমরা যদি নিবিড়ভাবে অধ্যয়ন করি, তাহলে বোঝা যাবে সমগ্র বিশ্বের মধ্যে ভারতই একমাত্র ভূ-সংস্কৃতির দেশ। একটি সমান সংস্কৃতির কারণে আমরা একত্রিত হয়ে একটি দেশে উন্নীত হয়েছি। আমাদের এই যাত্রা হাজার হাজার বছরের।” বৃহস্পতিবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দশমতম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিজের ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “স্বাধীনতার পর ভূমিমার্গের দিকে যতটা নজর দেওয়ার দরকার ছিল, ততটা দেওয়া হয়নি। কিন্তু, যখন এক্ষেত্রে নজর দেওয়া হয় তখন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়। এই ১০ বছরের মধ্যেই ৭০-৭৫ বছরের যে অভাব ছিল তা পূরণে অনেক বড় যাত্রা সম্পূর্ণ করেছে ল্যান্ড পোর্ট অথরিটি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করে বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন যতগুলি পৃথক উপক্রম রয়েছে, তার মধ্যে সবথেকে কম সময়ের ল্যান্ড পোর্ট অথরিটি। কিন্তু, মাত্র ১০ বছর সময়েই নিজ উদ্দেশ্যের পূর্তির জন্য অনেক বড় যাত্রা পূরণ করেছে।” অমিত শাহ এদিন আরও বলেছেন, “আমাদের বাণিজ্যিক করিডোর খুবই অত্যাবশ্যক। ৭টি দেশের (চিন, পাকিস্তান, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ) সঙ্গে স্থল সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগের মুখোমুখি হই আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *