আগরতলা, ১৭ মার্চ : এয়ারপোর্ট থানা এবং তেলিয়ামুড়া থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সাথে বেশ কিছু জুয়া খেলার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, এয়ারপোর্ট থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে নরসিংগর বাজারে জুয়া বিরোধী অভিযানে বের হয়। অভিযান চালিয়ে জুয়া খেলার মূল পান্ডা তপন সেনকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা।
এদিকে, তেলিয়ামুড়া থানার পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে গামাই বাড়ি এলাকা থেকে বেশকিছু জুয়ার সামগ্রী এবং একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। দূর থেকে পুলিশকে দেখতে পেয়ে জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।