অমৃতসর ও নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): নির্দেশ দিয়েছিলেন স্বয়ং কংগ্রেস সভানেত্রী, সেই নির্দেশ তিনি মানতে বাধ্য। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশের ৪৮ ঘন্টার মধ্যেই পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। সোনিয়া গান্ধীকে লেখা ইস্তফাপত্রে সিধু জানিয়েছেন, পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি পদ থেকে আমি ইস্তফা দিলাম।
সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে ভরাডুবির জেরে উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার এই নির্দেশের পরই পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। কংগ্রেস সূত্রের খবর, সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের খারাপ ফলের পর সংশ্লিষ্ট রাজ্যগুলির দলীয় সংগঠনের বড় রদবদল করা হতে পারে। সে কারণেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয় পাঁচ প্রদেশ কংগ্রেস সভাপতিকে।