খুন হলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত, আততায়ীদের খোঁজে পুলিশ

পুরী, ১৬ মার্চ (হি.স.): খুন হলেন পুরীর জগন্নাথ মন্দিরের একজন সেবায়েত। বুধবার সকালে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রাক্তন মন্দির ম্যানেজিং কমিটির সদস্য ক্রুশনা চন্দ্র প্রতিহারি। টাউন থানার অন্তর্গত বরাবতী জাগাঘরে নিজের বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে আসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ওই সেবায়েতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হামলা চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়, আততায়ীদের খোঁজে চারটি টিম গঠন করেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান পুরীর কালেক্টর সামর্থ বর্মা ও পুলিশ সুপার ভি কে সিং। তাঁরা আশ্বস্ত করেছেন দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে। কী কারণে খুন হলেন ওই সেবায়েত, তা তদন্ত করে দেখছে পুলিশ। সেবায়তের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরে শহরে।