বসিরহাট, ১৫ মার্চ (হি. স.) : মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটে একটি পাটের গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর-বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পানিগোবরা এলাকার একটি গুদাম থেকে আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা। এদিকে ঘটনার সময় অনেক শ্রমিকই গুদামের ভিতর কাজ করছিলেন বলে স্থানীয়দের দাবি। এই গুদামের পাশে একটি কারখানা রয়েছে। সেখানে পাটের দড়ি বের করা হয়। আগুন লাগার সময় সেই কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আগুন লেগে যাওয়ায় দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার লোকজনই মাটিয়া থানায় খবর দেন। বিশাল বাহিনী নিয়ে হাজির হয় পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও। তবে প্রাথমিকভাবে এলাকার লোকজন ও কারখানার শ্রমিকরাই আগুন নেভানোর কাজ শুরু করে। যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও অবধি কারখানার বেশির ভাগ অংশই পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলেই জানা গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

