আগুনে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম

ধর্মনগর, ১৫ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা থানার উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের সন্তোষ দাসের পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্মটি পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে যান। তাদের চিৎকারে স্থানীয় লোকজন বেরিয়ে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী এবং স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসলেও ফার্মটি রক্ষা করা যায়নি।ফার্মের মালিক জানিয়েছেন, অর্ধ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা বলে তিনি অভিযোগ করেছেন। পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা দেওয়ার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি উঠেছে।