Encounter : দক্ষিণ কাশ্মীরে ফের এনকাউন্টার, এবার পুলওয়ামার অবন্তীপোরায় নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। অবন্তীপোরার চারসূ এলাকার ঘটনা। নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও সুরক্ষা বাহিনীর অভিযান চলছে। কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অবন্তীপোরার চারসূ এলাকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন ওই এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে প্রথমে জঙ্গিরা গুলি চালায়, প্রত্যুত্তরে সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। মৃত্যু হয় একজন অজ্ঞাতপরিচয় জঙ্গির।