কুমারঘাট, ১৪ মার্চ : কুমারঘাট থানা এলাকার পাবিয়াছড়া বাজারের একটি হোটেলের পাশে থেকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এবং টিএসআর বাহিনী নেশা সামগ্রীসহ তিন যুবককে আটক করেছে। আটক তিন যুবকের নাম কোমাচরণ রিয়াং, মনোজকুমার রিয়াং এবং দৈন্য রাম রিয়াং। তাদের কাছ থেকে ২৯ কোটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। কুমারঘাট থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।জানা গেছে, এই তিন যুবক দীর্ঘদিন ধরে নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে জালে তোলা সম্ভব হয়েছে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে। কুমারঘাট থানার ওসি জানিয়েছেন, রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ সফল করার লক্ষ্যেই পুলিশ সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনগুলিতে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
2022-03-14

