টটেনহাম, ১৩ মার্চ (হি.স.) : বয়স বাড়লেও এখনও তাঁর গোল করার খিদে যায়নি, এবার শুধু প্রমাণ দিয়েই থেমে থাকলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গড়লেন বিশ্বরেকর্ডও। সবাইকে টপকে বর্তমানে তিনি পুরুষদের ফুটবল ইতিহাসে সবথেকে বেশি গোলের মালিক হলেন। শনিবার রাতে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে গোল করে তিনি রেকর্ড তৈরি করেন।
টটেনহামকে শনিবার রাতে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্য়াচে হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঙ্গে তিনি ভাঙেন কিংবদন্তী জোসেফ বিকানের রেকর্ড। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ফুটবল খেলে জোসেফ বিকান ৮০৫টা গোল করেছিলেন। এদিনের পর রোনাল্ডোর ঝুলিতে এল মোট ৮০৭টি গোল। ম্যাচটা শুরু করেছিলেন তিনি ৮০৪টা গোল দিয়ে। অর্থাৎ তালিকার দ্বিতীয় স্থানে থেকে। শেষ করলেন ৮০৭টা দিয়ে, অর্জন করলেন শীর্ষস্থান।