BRAKING NEWS

রুশ সেনার গুলিতে নিহত ৯, গুরুতর জখম ৫৭

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ১৮তম দিন।ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির বক্তব্য, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাজি আছেন। কিন্তু যুদ্ধ বন্ধ রাখতে হবে। শনিবার ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। স্যাটেলাইট চিত্রগুলি অনুযায়ী, রুশ বাহিনী রাজধানী শহর কিভ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে।

জ্বালানির জন্য ২০২২ সালের মধ্যে রাশিয়ার উপর উপর নির্ভরতা বন্ধ করবে জার্মানি। রবিবার জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক জানান, রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর তাঁর দেশ চলতি বছরের শেষ নাগাদ দূর হবে। রাশিয়ান ক্রুডের উপর জার্মানির নির্ভরতা প্রায় নির্মূল হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমরা প্রতিদিন কাজ করি৷ প্রকৃতপক্ষে দিনরাত এক করে কাজ করছি৷ যাতে রাশিয়ান তেল, কয়লা এবং গ্যাসের উপর নির্ভরতা কমাতে পারি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *