শ্রীনগর, ১২ মার্চ (হি.স.): জম্মু-কাশ্মীরে জঙ্গি-দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা, গান্ডেরবাল ও হান্দওয়ারা জেলার ৪-৫টি স্থানে সুরক্ষা বাহিনীর অভিযান-এনকাউন্টারে নিকেশ হয়েছে ৪ জন জঙ্গি। জীবিত গ্রেফতার করা হয়েছে একজন সন্ত্রাসবাদীকে। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “শুক্রবার রাতে ৪-৫টি স্থানে আমরা যৌথ অভিযান শুরু করি। এখনও পর্যন্ত পুলওয়ামা জেলায় নিকেশ হয়েছে এক পাকিস্তানি-সহ দু’জন জইশ-ই-মহম্মদ জঙ্গি। গান্ডেরবাল ও হান্দওয়ারাতে একজন করে লস্কর-ই-তৈবা জঙ্গি নিকেশ হয়েছে। হান্দওয়ারা ও পুলওয়ামাতে অভিযান সামপ্ত। পাশাপাশি জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে একজন জঙ্গিকে।” আইজিপি আরও জানিয়েছেন, “পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ হয়েছে পাকিস্তানি জইশ কমান্ডার কামাল ভাই, ২০১৮ সাল থেকে সে সক্রিয় ছিল।”
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হান্দওয়ারা জেলার রাজওয়ার এলাকার নেচামায় জঙ্গিদের সঙ্গে পুলিশ ও সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন লস্কর জঙ্গি। গান্ডেরবাল জেলাতেও নিকেশ হয়েছে একজন সন্ত্রাসী। পুলওয়ামা জেলার চেওয়াকলান এলাকাতেও শুক্রবার রাতে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। পুলওয়ামা জেলায় নিকেশ হয়েছে পাকিস্তানি জঙ্গি কামাল ভাই-সহ দু’জন জইশ-ই-মহম্মদ জঙ্গি।”

