Sanjay Raut : উত্তর প্রদেশে বিজেপির জয়ে মায়াবতী ও ওয়াইসির অবদান রয়েছে : সঞ্জয় রাউত

মুম্বই, ১১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশে বিজেপির জয়ে অবদান রেখেছেন মায়াবতী ও ওয়াইসি, তাই তাঁদের পদ্মবিভূষণ ও ভারতরত্ন দেওয়া উচিত। খোঁচা দিয়ে শুক্রবার এই কথা বললেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি বলেছেন, সমাজবাদী পার্টির আসন তিন গুণ বেড়েছে। এদিন সংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “বিরাট জয় পেয়েছে বিজেপি। উত্তর প্রদেশে তাঁদেরই রাজ্য ছিল, যদিও অখিলেশ যাদবের আসন তিন গুণ বেড়েছে, মায়াবতী এবং ওয়াইসি বিজেপির জয়ে অবদান রেখেছেন, তাই তাদের পদ্মবিভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।

সঞ্জয় রাউত আরও বলেছেন, “৪টি রাজ্যে বিজেপি জিতেছে, আমাদের মন খারাপ করার কিছু নেই, আমরাও আপনাদের আনন্দের অংশীদার। কেন হেরে গেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী? গোয়ায় দু’জন উপ-মুখ্যমন্ত্রী হেরেছেন। সবচেয়ে বেশি চিন্তার বিষয় পঞ্জাব; বিজেপির মতো জাতীয়তাবাদী দলকে পঞ্জাবে পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে।” রাউতের কথায়, “প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সবাই পঞ্জাবে ব্যাপক প্রচার করেছেন, তাহলে পঞ্জাবে হেরে গেলেন কেন? উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া আগে থেকেই তাঁদের ছিল, যা ঠিক আছে। কিন্তু, উত্তর প্রদেশে কংগ্রেস ও শিবসেনার তুলনায় আপনারা পঞ্জাবে বেশি হেরেছেন।”