India -China : ফের বৈঠকে বসল ভারত ও চিন, ১৫ তম কমান্ডার স্তরের বৈঠকে বিবাদ মেটার আশা

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): ফের কোর কমান্ডার স্তরের বৈঠকে বসল ভারত ও চিন। শুক্রবার চুশূল-মলডো মিটিং পয়েন্টে শুরু হয়েছে কোর কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠক, সকাল দশটা থেকে শুরু হয় বৈঠক। এই বৈঠকে বিবাদ মিটবে বলেই আশা করছে ভারত। এর আগে কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠক মোটের উপর ফলপ্রসূ ছিল, ভারত ও চিন উভয়পক্ষই পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাসঙ্গিক সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছিল।

এমতাবস্থায় শুক্রবার ফের কোর কমান্ডার স্তরের বৈঠকে বসল ভারত ও চিন। উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা হয়। কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যেই ২০২০-র ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এখনও পর্যন্ত ১৪ দফায় কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠকের দিকেই তাঁকিয়ে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *