সিডনি, ১১ মার্চ (হি. স.) : আইসিসি ইভেন্টের বাইরে ভারত এবং পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার ।নিরপেক্ষ ভেন্যুতে বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
দীর্ঘ এক দশক অর্থাৎ প্রায় ১০ বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনও ত্রিদেশীয় সিরিজও খেলেনি। হাতে রয়েছে মাত্র কয়েক মাস আর তার পরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে ও মুখোমুখি হবে দুই দেশ। ম্যাচটির জন্য দুই লাখ টিকিট কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে! এমন আবহে এই দুই যুযুধান দেশকে নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করল অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত গত জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা প্রস্তাব দিয়েছিলেন, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের। তবে সেই প্রস্তাব বাস্তবে রূপ পাওয়ার এখন ও কোন জায়গা তৈরি হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি প্রায় এক ধরনের প্রস্তাব দিলেন। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের হকলি জানিয়েছেন তিনি পাকিস্তান ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চান। হকলির জানান ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ পছন্দ করি। আগেও এমন সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। আমরা সুযোগ পেলে এই সিরিজের আয়োজক হতে চাই। অস্ট্রেলিয়ায় ভারত ও পাকিস্তানি বংশোদ্ভুতদের অনেক বড় কমিউনিটি রয়েছে। এটা এমন একটা লড়াই, যেটা বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এই দ্বৈরথ আরও বেশি দেখার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ক্রিকেটের পক্ষেও তা ভাল বিজ্ঞাপন হবে।