ফটিকরায়, ১০ মার্চ : ফটিকরায় থানা এলাকায় অসম বস্তির ১ নং ওয়ার্ডে এক মহিলাকে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। নিহত মহিলার নাম সুমিতা সিনহা। অভিযুক্তের নাম বিশ্বাস সিনহা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ এবং প্রস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত বিশ্বাস সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিং ওয়েল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, বিশ্বাস সিনহা সুনিতা সিনহাকে রিং ওয়েল থেকে জল না নেওয়ার জন্য বলেছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রিং ওয়েলটি সরকারি বলে জানা গেছে। স্থানীয় জনগণের সুবিধার্থেই সেখানে রিং ওয়েলটি বসানো হয়েছিল। সরকারি রিং ওয়েল থেকে জল নিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে তীব্র বাকবিতন্ডা হয়েছে।
বৃহস্পতিবার সুনিতা সিনহা জল নিতে আসলে পেছন দিক থেকে এসে বিশ্বাস সিনহা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ওই মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তকে স্থানীয়রা আটক করেন। খবর পাঠানো হয় ফটিকরায় থানার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এ ব্যাপারে হত্যার সংক্রান্ত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।