নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী উত্তর প্রদেশে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এগিয়ে রয়েছে উত্তরাখণ্ড ও মণিপুরে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে পঞ্জাবে ও গোয়ায় কংগ্রেস। উত্তর প্রদেশে সকাল ৯.১৯ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ৭টি আসনে, সমাজবাদী পার্টি ৪টি আসনে। পঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান এগিয়ে ধুরি কেন্দ্রে। মোট ২৭টি কেন্দ্রে এগিয়ে রয়েছে আপ। বিজেপি এগিয়ে একটিতে, শিরোমণি অকালি দল ৪টি আসনে, কংগ্রেস তিনটি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে। পঞ্জাবে এগিয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি। চামকৌর সাহেব কেন্দ্রে এগিয়ে রয়েছেন এই কংগ্রেস প্রার্থী।
উত্তর প্রদেশে আপাতত এগিয়ে রয়েছে বিজেপি। গোরক্ষপুরে নিজের কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর মধ্যে টুইট করলেন উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। লিখলেন, ‘মানুষ জিতছে, হার মানছে গুন্ডামি।’ অন্যদিকে, কারহলে এগিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে ৪টি আসনে, কংগ্রেস তিনটি আসনে। গোয়ায় বিজেপি ৫টি আসনে এগিয়ে, কংগ্রেস একটি আসনে। অন্যদিকে, গোয়ায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রমোদ সাওয়ান্ত। গণনা শুরুর আগে সকাল সকাল মন্দিরে পুজো দিতে যান গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী।