Covid Vaccine: টিকাকরণ ১৭৯.৩৩-কোটি সম্পন্ন, ৭৫ শতাংশ তরুণ-তরুণী পেয়েছেন প্রথম ডোজ

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): ভারতে ১৭৯.৩৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে সার্বিক টিকাকরণ ১৭৯.৩৩-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন প্রাপক। ফলে ভারতে ১৭৯.৩৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৯,৩৩,৯৯,৫৫৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের ৭৫ শতাংশের বেশি কোভিড-টিকার প্রথম ডোজ পেয়েছেন। বুধবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “তরুণ যোদ্ধাদের প্রতি গর্বিত! ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের ৭৫ শতাংশের বেশি কোভিড-টিকার প্রথম ডোজ পেয়েছেন। ইয়ং ইন্ডিয়ার ব্যাপক অংশগ্রহণ বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ও আত্মনির্ভরতার জোরে ভারত মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে।
ভারতে কোভিড-পরীক্ষা পৌঁছে গিয়েছে নতুন মাইলফলকে, বুধবার সকাল পর্যন্ত ৭৭.৫২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ মার্চ সারা দিনে ভারতে ৮,৯৭,৯০৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,৫২,০৮,৪৭১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৮,৯৭,৯০৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *