আগরতলা, ৯ মার্চ : আগামী ১২ মার্চ ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলা আদালত চত্বরে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। উত্তর ত্রিপুরা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে ১২ মার্চ, সকাল ১০ টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই জাতীয় লোক আদালতের কাজ। ঐদিন উত্তর ত্রিপুরা জেলা দায়রা জজ এর আদালত চত্বরে ৫টি বেঞ্চে মোট ৫২০ টি মামলা নিষ্পত্তি করা হবে। এর মধ্যে টি এম মামলা ১৪টি, টি এস ১২টি, এন আই অ্যাক্ট মামলা ৫টি, ১০টি সিভিল কেইস, ডিওএম ৯টি, ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা ১৫৪টি এবং বি এস এন এল এর ৩০০টি মামলা রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের জেলা সচিব আগামী ১২ মার্চ লোক আদালতে অংশ নিয়ে, সংশ্লিষ্টদের মামলা নিস্পত্তির এই সুবিধা নিতে অনুরোধ জানিয়েছেন। উত্তর ত্রিপুরা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
2022-03-09