Covid19: ভারতে ওঠা-নামা করছে কোভিড-সংক্ৰমণ, আরোগ্যের হার ৯৮.৬৯ শতাংশ

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার কমছে। ভারতে এই মুহূর্তে ওঠা-নামা করছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও বিগত ২৪ ঘন্টায় খানিকটা বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১৪৫ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৫১ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪,৬৯,৬২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২,৯৮৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৮ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৯,৩৩,৯৯,৫৫৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৪৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১৫,৩৫৫ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৭,৪১৬ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,১৩,৫৬৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৯ শতাংশ। নতুন করে ৪,৫৭৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৯,৭৫,৮৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *